প্রশ্নের প্যাটার্ন: সংসদ প্রদত্ত প্যাটার্ন হুবহু অনুসরণ করে MCQ Type (1 mark), SA Type (1 mark) এবং Descriptive Type (2/3 marks ও 4/5 marks) প্রশ্নের টপিক-ভিত্তিক সংযোজিত করা হয়েছে।
অতিরিক্ত প্রশ্নোত্তর ও অতিরিক্ত তথ্যসমূহ: সংসদের Question Pattern অনুযায়ী কিছু টপিক থেকে নির্দিষ্ট কোনো Type-এর প্রশ্ন আসে না। তথাপি সামগ্রিক ধারণা গড়ে তোলার জন্য অধ্যায়ের শেষে ‘অতিরিক্ত প্রশ্নোত্তর’ ও ‘অতিরিক্ত তথ্যসমূহ’-তে ওই টপিকগুলির বিস্তারিত আলোচনা করা হয়েছে।